সোমবার, ৭ অক্টোবর ২০১৩

জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Home Page » বিবিধ » জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



ashuliamap.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সাভারের আশুলিয়া থেকে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক ও অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, রোববার রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনের মধ্যে খলিলুর রহমান ২০০৫ সালের ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলার পলাতক আসামি।

বাকি তিনজন হলেন মোহাম্মদ আবদুল কাদের, শরীফুজ্জামান ও মাকসুদুর রহমান।

উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে একটি বিদেশি পিস্তল, ১১ শতাধিক এসএমজির গুলি, ৩২টি পিস্তলের গুলি, প্রায় এক কেজি পাওয়ার জেল এক্সপ্লোসিভ ও ককটেল রয়েছে।

বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে হাবিবুর রহমান জানান।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৪০   ৩৬২ বার পঠিত