সোমবার, ৭ অক্টোবর ২০১৩
চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্
Home Page » খেলা » চ্যাম্পিয়ন্স লিগেও চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্বঙ্গ-নিউজ ডটকমঃ খেলা শুরু হওয়ার আগে টেন্ডুলকারকে দুই দলের খেলোয়াড়দের ‘গার্ড অব অনার’।
আইপিএলের পর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে তারা ৩৩ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় মুখোমুখি হওয়ায় ফাইনালের আকর্ষণ বেড়ে গিয়েছিল বহু গুণ। দুই ব্যাটিং-কিংবদন্তি অবশ্য হতাশ করেছেন ভক্তদের।
জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে মাত্র এক রান। আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শেষে টেস্ট ছাড়া অন্য কিছু না খেলার ঘোষণা দিয়ে রাখা টেন্ডুলকার করেছেন ১৫ রান।
রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই ৬ উইকেটে ২০২ রান করে।
কেউ অর্ধশতক না করলেও আইপিএল চ্যাম্পিয়নদের ভালো সংগ্রহ এনে দেন ডোয়াইন স্মিথ (৩৯ বলে ৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩৭), অধিনায়ক রোহিত শর্মা (১৪ বলে ৩৩) ও আম্বাতি রাইডু (২৪ বলে ২৯)।
জবাব দিতে নামা রাজস্থানকে আজিঙ্কা রাহানে (৪৭ বলে ৬৫) ও সঞ্জু স্যামসনের (৩৩ বলে ৬০) ৬৭ বলে ১০৯ রানের দ্বিতীয় উইকেট জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছিল।
কিন্তু দ্বাদশ ওভারে এক উইকেটে ১১৭ রানের ভালো অবস্থান থেকে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮ ওভার ৫ বলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় দ্রাবিড়ের দল।
৩২ রানে ৪ উইকেট নেন অফস্পিনার হরভজন সিং। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
মিডিয়াম পেসে ৩১ রানের বিনিময়ে কাইরন পোলার্ডের শিকার তিনটি।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় মুম্বাই ইন্ডিয়ান্সের ডোয়াইন স্মিথ
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩০ ৩৬৫ বার পঠিত