সোমবার, ৭ অক্টোবর ২০১৩

সিদ্দিক বিহীন ঢাকার পেশাদারি গলফ

Home Page » খেলা » সিদ্দিক বিহীন ঢাকার পেশাদারি গলফ
সোমবার, ৭ অক্টোবর ২০১৩



image_439_80344.jpgবঙ্গ-নিউজ ডটকম:গত পেশাদার গলফের শিরোপা জিতেছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। টুর্নামেন্ট খেলতে এই মুহূর্তে তাইওয়ানে তিনি। বাংলাদেশ পেশাদার গলফ এসোসিয়েশনের আয়োজনে সপ্তম আসরটি শুরু হচ্ছে তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে ছাড়াই। তবে প্রথম আসরের চ্যাম্পিয়ন সাখাওয়াত হোসেন খেলছেন এবার। ফেবারিট জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন ভারত থেকে আসা শামীম খান, হারিন্দর সিংরাও। ৩০ লাখ টাকার আন্তর্জাতিক এই আসরে পেশাদার গলফার মোট ৭২ জন। ভারতীয় খেলবেন ৭ জন, ৩ জন আছেন নেপালী। বাকিদের সবাই-ই বাংলাদেশের পেশাদার গলফার। ভারতীয় বা এশিয়ান সার্কিটে সুযোগ না পাওয়া দেশের এই পেশাদারদের একটা প্লাটফর্ম করে দিতেই ২০১১ সালে যাত্রা শুরু বাংলাদেশ পেশাদার গলফ এসোসিয়েশনের। গত দুই বছরে ৬টি টুর্নামেন্ট করেছেন তারা। প্রথম তিনটি আসরেই স্প্নসর ছিল সামিট গ্রুপ, চতুর্থ আসর থেকেই বিল্ডিং টেকনোলোজি অ্যান্ড আইডিয়াজ (বিটিআই) এই উদ্যোগের সঙ্গে। সর্বশেষ আসর থেকেই টুর্নামেন্টটাকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন তারা দেশের বাইরের গলফারদের আমন্ত্রণ করে। গত বছর দেশী-বিদেশী সবাইকে পেছনে ফেলেই শিরোপা জিতেছিলেন সিদ্দিক। রানার আপ হয়েছিলেন জামাল হোসেন। শেষ রাউন্ডে অবিশ্বাস ১০ আন্ডার পার খেলে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন সিদ্দিক। এবার তিনিই না থাকায় নিশ্চিতভাবেই সুযোগ জামাল-সোহেলদের।

বাংলাদেশ সময়: ০:১৭:৫২   ৩৮৫ বার পঠিত