রবিবার, ৬ অক্টোবর ২০১৩
ঈদ ১৬ অক্টোবর
Home Page » জাতীয় » ঈদ ১৬ অক্টোবরবঙ্গ-নিউজ ডটকমঃ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
বৈঠকে সভাপতিত্বকারী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল সাংবাদিকদের বলেন, গাইবান্ধা ও ঠাকুরগাঁও থেকে চাঁদ দেখার খবর এসেছে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া হজ পালনে সৌদি আরব থাকায় ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সামীম আফজাল।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার চাঁদ দেখা দেওয়ায় সেখানে ১৫ অক্টোবর ঈদুল আজহা হবে, যা কোরবানির ঈদ নামেই দেশে পরিচিত।
হজ পালনে সারাবিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া মুসলমানরা ১৪ অক্টোবর আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা।
মুসলমানদের এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে। ঈদ ১৬ অক্টোবর হওয়ায় এবার তিন দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক দুদিন ছুটিও জোড়া লেগেছে।
মুসলমানদের ধর্মীয় উৎসবের আগে ১৪ অক্টোবর বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার কারণে সরকারি ছুটি থাকবে।
অর্থাৎ ঈদের ছুটি শুরুর একদিন আগে দুর্গাপূজার ছুটিও মিলে গেছে এবার। ফলে ঈদ, পূজা এবং এর পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাচ্ছেন চাকরীজীবীরা।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৩৫ ৪৭৫ বার পঠিত