শনিবার, ৫ অক্টোবর ২০১৩
‘শিক্ষক রাজনীতির বিরুদ্ধে আইন করা উচিত’: জাবি উপাচার্য
Home Page » প্রথমপাতা » ‘শিক্ষক রাজনীতির বিরুদ্ধে আইন করা উচিত’: জাবি উপাচার্যশিক্ষক রাজনীতির বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমন দাবি করেন তিনি।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জবাবদিহিতার ব্যাপারে সংসদের চলতি অধিবেশনে আলোচনা হওয়া উচিত। বর্তমান অবস্থায় শিক্ষক রাজনীতির বিরুদ্ধে আইন প্রণয়ন করা উচিত বলে মনে করি।”
জাবির বর্তমান অচলাবস্থার প্রেক্ষিতে তিনি বলেন, “সবাই চাচ্ছেন এই শ্বাসরুদ্ধকর অবস্থার একটা নিরসন হোক। শিক্ষকদের এ আন্দোলন অনৈতিক।
তিনি আরো বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়তো এভাবে চলতে পারে না। আমার জীবন বিপন্ন হলেও আমি বিশ্ববিদ্যালয়কে সচল করবো।”
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সাহসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৫০:১০ ৩৯৩ বার পঠিত