শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩

ক্রিকেট স্বপ্নপূরণের পথে আফগানিস্তান, আর একটি ম্যাচ

Home Page » খেলা » ক্রিকেট স্বপ্নপূরণের পথে আফগানিস্তান, আর একটি ম্যাচ
শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩



afganistan.jpgজনি,বঙ্গ নিউজ ডটকম২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলতে হলে জিততে হবে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানকে।

শুক্রবার শারজাতে পেপসি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ (ডাব্লিউসিএল) চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে কেনিয়াকে হারালেই আরব-আমিরাতকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে আফগানিস্তান।

বিশ্বকাপে উঠতে হলে ডাব্লিউসিএল চ্যাম্পিয়নশিপের শেষ দুই ম্যাচেই জিততে হতো আফগানদের। বুধবার কেনিয়াকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন পুরণে এক পা এগিয়ে গেছে তারা।

আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান নিশ্চিত করে এরই মধ্যে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে আয়ারল্যান্ড। পরের দুটো স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছনে আছে আফগানিস্তান। শেষ ম্যাচ জিতলে ১৯ পয়েন্ট নিয়ে আমিরাতকে সরিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে আয়ার‌ল্যান্ডের সঙ্গী হবে তারা।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগকে সামনে রেখে উল্লসিত আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মেদ নবি।

“এটা (বিশ্বকাপে সুযোগ পাওয়া) হবে আফগানিস্তানের ক্রিকেট ও আফগানিস্তানের জন্য বিরাট একটি অর্জন। শুক্রবারের ম্যাচে আমরা জিতলে দলের সঙ্গে পুরো দেশ তা উদযাপন করবে।”

আর আফগানিস্তান ম্যাচটি হেরে গেলে ১৯৯৬ সালের পর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত।

বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার জন্য ডাব্লিউসিএল চ্যাম্পিয়নশিপের খেলেছে আফগানিস্তান, আয়ারল্যান্ড, কেনিয়া, আরব আমিরাত, কানাডা, নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড।

এখান থেকে শীর্ষ দুটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও, আশা টিকে থাকবে বাকি ছয়টি দলেরও। নিউ জিল্যান্ডে ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বে হংকং, পাপুয়া নিউ গিনি, নেপাল ও উগান্ডার সঙ্গে খেলবে তারা। এখান থেকে শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বসবে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৪   ১০৩৫ বার পঠিত