শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩
প্রস্তুত হচ্ছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট
Home Page » প্রথমপাতা » প্রস্তুত হচ্ছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটবঙ্গ-নিউজ ডটকমঃ ঈদুল আযহাকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীর। এবার হাটে আসা ক্রেতা বিক্রেতাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে। এছাড়া জাল টাকা শনাক্ত করার জন্য প্রতিটি হাসিল ঘরে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে। গাবতলী হাটে এবার দশটি হাসিল ঘর বসবে। এছাড়া অন্তত বিশ-ত্রিশটি জায়গায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে হাট কমিটির পক্ষ থেকে। এবার পশু ক্রয় বিক্রয়ের ওপর হাসিল (হাট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ) শতকরা ৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান, হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন। শুক্রবার সকালে তিনি বঙ্গনিউজকে বলেন, ‘আমরা হাটে আগত ক্রেতা বিক্রেতাদের বিশেষ নিরাপত্তার জন্য ৫ থেকে ৭শ’ স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। এছাড়া জাল টাকা শনাক্ত করার জন্য বসানো হয়েছে বিশেষ মেশিন। হাসিল ফি শতকরা ৫ টাকা নির্ধারণের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এবার হাসিল শতকরা ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত হাটে এটা সাধারণত তিন টাকা থাকে। ঈদের দিন সকাল সহ আগের তিন দিন হাসিল আদায় করা হবে শতকরা ৫ টাকা। এদিকে ঢাকার বাইরে থেকে আসা পশুগুলোকে নামানোর জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাটের পশ্চিম পাশে স্থান নির্ধারণ করা হয়েছে। হাট কমিটির পক্ষ থেকেও আর একটি জায়গা নির্ধারণ করা হয়েছে গাবতলীর অদূরে দ্বীপ নগর এলাকায়। সিটি কর্পোরেশন ও হাট কমিটির উদ্যোগে হাট এলাকায় শুরু হয়েছে প্রয়োজনীয় সংস্কার কাজ। ঈদ উপলক্ষ্যে গাবতলীতে ইতিমধ্যেই পশুবাহী ট্রাকগুলো আসতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৩:২৩:৫৫ ৪২৯ বার পঠিত