শুক্রবার, ৪ অক্টোবর ২০১৩
গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ, যাত্রীরা ভোগান্তিতে
Home Page » সংবাদ শিরোনাম » গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ, যাত্রীরা ভোগান্তিতেবঙ্গ-নিউজ ডটকমঃ ঈদ ও পুজার ছুটিকে সামনে রেখে শুক্রবার সকালে গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ লক্ষ করা গেছে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি অধিকাংশ কাউন্টারে প্রায় ৯০-৯৫ শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন কাউন্টার মাস্টাররা। দিকে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ায় ঘরমুখো মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। বৃষ্টির বিড়ম্বনার পাশাপাশি নির্দিষ্ট সময়ে গাড়ি না ছাড়ার অভিযোগ ঘরমুখো মানুষের ভোগান্তিকে আরো বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীর যাত্রী সাইফুল ইসলাম বঙ্গনিউজের কাছে অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৯টার গাড়ি সাড়ে ১০টার সময়ও ছেড়ে যায় নি। কখন ছাড়বে সে বিষয়ে কাউন্টার মাস্টারের কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি। গাইবান্ধাগামী হানিফ পরিবহনের আরেক যাত্রী বলেন, সকাল সাড়ে ৮টার গাড়ি ১১টা পর্যন্তও ছেড়ে যেতে পারে নি। গাড়ি দেরিতে ছাড়ার বিষয়ে হানিফ পরিবহনের যাত্রী শাখার কাউন্টার ম্যানেজার সঞ্জিব কুমার ঘোষ বলেন, রাস্তায় যানজট থাকায় নির্দিষ্ট সময়ে গাড়ি পৌঁছাতে পারছে না। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে পরিবহনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় পর অনেকটা আগেভাগেই টিকিট নিয়েছেন ঈদ ও পুজার ছুটিতে ঘরমুখো বেশিরভাগ মানুষ। তাই ধীরে ধীরে গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে।
বাংলাদেশ সময়: ১২:০৩:০২ ৪৬৭ বার পঠিত