বুধবার, ২ অক্টোবর ২০১৩
ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা জাবি শিক্ষকদের
Home Page » শিক্ষাঙ্গন » ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা জাবি শিক্ষকদেরবঙ্গ-নিউজ ডটকমঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।
তিনি পদত্যাগ না করা পর্যন্ত তার বাস ভবনের সামনে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচি ঘোষণা করেন ‘সাধারণ শিক্ষক ফোরাম’র সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান।
তিনি বলেন, ‘আমাদের সাথে শিক্ষা মন্ত্রনালয়ের কিছু চুক্তি হয়েছিল (মিডিয়ায় না প্রকাশ করার শর্তে) যে চুক্তির অধীনে ভিসি সিনেট, সিন্ডিকেট, এ্যাকাডেমিক কাউন্সিল, ডিসিপ্লিনারী কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করতে পারবেন না। এছাড়া তৃতীয়-চতুর্থ শ্রেণী থেকে শুরু করে কোন নিয়োগ প্রক্রিয়ায় থাকবেন না। কিন্তু ভিসি সে সব চুক্তির কোনো কিছুই না মেনে অবৈধ ভাবে একজন ডীনকে সরিয়ে দিয়ে অন্য আরেক জনকে সহ আরো দুই জনকে নিয়োগ দিয়েছেন। এছাড়া তিনি আমাদের বেধে দেয়া নির্দিষ্ট সময়ে মধ্যে পদত্যাগ না করায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।‘
আওয়ামীপন্থী শিক্ষক ও শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন, ‘ভিসির দেউলিয়াপনা আচরণের আমরা বিব্রত। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।‘
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক শামছুল আলম সেলিম, সহযোগী অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, আওলাদ হোসেন, কবিরুল বাশার, নাজমুল তালুকদার, সাব্বির আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:১৬:৩৭ ৪০৪ বার পঠিত