মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৩
ঢাকা আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল
Home Page » ক্রিকেট » ঢাকা আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দলমঙ্গলবার সকালে ঢাকা আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২০১০ সালের পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে দলটি।
সকাল সাড়ে ১১টায় নিউজিল্যাল্ড দলের ১৩ সদস্য ঢাকা পৌঁছাবে। পরবর্তী তিন দিনের মধ্যে দলের বাকী সদস্যরা বাংলাদেশে আসবে।
আগামী ২ অক্টোবর বুধবার সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম যাবে ব্ল্যাক ক্যাপরা। সেখানেই সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন দলীয় অধিনায়ক ব্রানডন ম্যাককালাম, নেইল ওয়েঙ্গার ও হ্যামিস রাদারফোর্ড। চ্যাম্পিয়ন্স লীগ টি২০ টুর্ণামেন্টে অংশগ্রহনের কারণেই তাদের এই বিলম্বিত আগমন।
আগামী ৩ থেকে ৫ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি দল। আগামী ৬ থেকে ৮ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের পর ৯ থেকে ১৩ অক্টোবর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম টেস্ট দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ হবে। পবিত্র ঈদুল আজহার ছুটির পর ২১ থেকে ২৫ অক্টোবর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৯ ও ৩১ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওডিআই। ৩ নভেম্বর নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরের একমাত্র টি২০ ম্যাচ।
দলের সদস্যরা: ব্রেন্ডন ম্যাককালাম (অধি:), রস টেইলর, নেইল ওয়াগনার, হ্যামিশ রাদারফোর্ড, কেরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডাফ ব্রেসওয়েল, ডেন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেসপি, টম লাথাম, ব্র‘স মার্টিন, ইস সোধি, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
বাংলাদেশ সময়: ০:৩১:৩০ ৪৭৭ বার পঠিত