সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩
আড়ালে থাকা এক মহানায়ক
Home Page » বিবিধ » আড়ালে থাকা এক মহানায়কবঙ্গ-নিউজ ডটকম: ৯৮ বছর বয়সী এই লোকের নাম দোব্রি দোব্রেভ। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় তিনি তার শ্রবণ শক্তি হারান। প্রতিদিন তিনি তার গ্রাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হেটে যান। সোফিয়া নামক এক শহরে হেটে হেটে তিনি তার নিজের হাতে বানানো জামা ও লেদারের জুতা বিক্রি করেন। সারা দিন এক প্রকার ভিক্ষুকের মত এখান থেকে ওখানে টাকা সংগ্রহ করার চেষ্টা করেন তিনি। সবার ধারনা ছিল তিনি একজন ভিক্ষুক। কিন্তু কিছুদিন আগে জানা যায় তিনি তার সংগৃহীত সব অর্থ বুলগেরিয়ার কিছু এতিমখানাতে দান করে দেন। এ পর্যন্ত তিনি ৪০ হাজার ইউরো দান করেছে ।
বাংলাদেশ সময়: ২১:৩৫:১৮ ৩৯৯ বার পঠিত