সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩

সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় রায় কাল

Home Page » সারাদেশ » সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় রায় কাল
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩



saka-bg20130318045047.jpgবঙ্গ-নিউজ ডটকম:মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলার রায় মঙ্গলবার।সোমবার রায়টি প্রস্তুত হয়েছে এবং মঙ্গলবার তা ঘোষণা করা হবে জানিয়েছেন বিচারপতি একেএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

এর আগে মামলার শেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হওয়ার পর গত ১৪ আগস্ট রায় ঘোষণার জন্যে অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি হবে সপ্তম রায়। তবে এই প্রথম কোনো বিএনপি নেতার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। এর আগে ঘোষিত ৬টি মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন জামায়াতের সাবেক-বর্তমান ৬ নেতা। এর মধ্যে ৪ মামলার রায় ট্রাইব্যুনাল-২ আর দুই অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-১।

ঘোষিত ৬টি রায়ের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও জামায়াতে ইসলামীর সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফাঁসি এবং জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলেও সাজা বাড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাচ্চু রাজাকার ছাড়া বাকিদের বিরুদ্ধে দেওয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:২৮   ৪৪০ বার পঠিত