সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাস নদীতে, নিহত ১
Home Page » সংবাদ শিরোনাম » ব্রাহ্মণবাড়িয়ায় বাস নদীতে, নিহত ১বঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক পরিদর্শক মো. বায়েজিদ জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেটগামী ‘আল মোবারকা’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিজয়নগর ও সরাইলের সংযোগকারী ‘রামপুরা ব্রিজ’ ভেঙে তিতাস নদীতে পড়ে যায়।
পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা বাস থেকে একজনের লাশ উদ্ধার করে।
এ দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান বায়েজিদ। তিনি বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর।
স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও হবিগঞ্জের মাধবপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ।
বাংলাদেশ সময়: ১০:০১:২১ ৩৪০ বার পঠিত