রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৩

মংলা বন্দরে ৩ নম্বর সর্তকতা

Home Page » সংবাদ শিরোনাম » মংলা বন্দরে ৩ নম্বর সর্তকতা
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৩



mongla-sm20130929055144.jpgবঙ্গ-নিউজ ডটকম: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রোববার সকাল থেকে মংলা সমুদ্র বন্দরসহ সুন্দরবন উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফলে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকাল থেকে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে হালকা ও মাঝারি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বইছে। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। শরণখোলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় সমুদ্রে থাকা কয়েক হাজার মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২১:৩১:০৬   ৪০২ বার পঠিত