রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৩

বিশ্ব হার্ট দিবস

Home Page » এক্সক্লুসিভ » বিশ্ব হার্ট দিবস
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৩



heart-copy.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রোববার বিশ্ব হার্ট দিবস। ‘হার্টকে সুস্থ রাখার পথচলা শুরু হোক শৈশব থেকেই’-এ স্লোগানের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব হার্ট দিবস পালন করা হচ্ছে। প্রতিবছর ২৯ সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয় হার্ট সুস্থ রাখতে জনসচেতনতা এ দিবসকে বিশেষ গুরত্ব দিয়ে পালন করছে ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন অব

বাংলাদেশ ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো। মূলত জনগণের মধ্যে হৃদরোগ, হৃদরোগের কারণ ও ঝুঁকিসমূহের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশেও প্রতিবছর এ দিনে দিবসটি পালনের উদ্যোগ নিয়ে থাকে হার্ট ফাউণ্ডেশন কর্তৃপক্ষ।

ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশনের তথ্যানুযায়ী, হৃদরোগ জনিত কারণে প্রতিবছর বিশ্বে এক কোটি ৭৩ লাখ লোক মারা যান। যার শতকরা ৮০ ভাগই স্বল্প ও মধ্য আয়ের দেশের মানুষ। এছাড়াও জরিপ অনুযায়ী দেখা যায়, বাংলাদেশের ৪০ হাজার মানুষের মধ্যে বেশিরভাগ হৃদরোগই নিয়ন্ত্রণ, নিরাময় ও পরিবর্তনযোগ্য।

হৃদরোগের প্রভাব যেমন রয়েছে ব্যক্তিজীবনে, তেমনি রয়েছে পারিবারিক ও সামাজিক জীবনে। কারণ, অধিকাংশ মানুষ হৃদরোগে আক্রান্ত হয় জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়ে।

বাংলাদেশে হৃদরাগীর সংখ্যা দেড় কোটির বেশি। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবারই এ রোগে আক্রান্ত হতে পারে। যদিও বিভিন্ন ধরনের হৃদেরাগ রয়েছে। এর মধ্যে করোনারি হার্ট ডিজিজ, শিশুদের হূদেরাগ (কনজেনিটাল হার্ট ডিজিজ), রিউমেটিক হার্ট ডিজিজ, পেরিফেরাল ভাসকুলার ডিজিজ উল্লেখযোগ্য।

বিভিন্ন কারণে হৃদেরাগ হলেও প্রধান কারণগুলো হচ্ছে, ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল ও উত্তরাধিকার সূত্রে পাওয়া হৃদেরাগ। এছাড়া জীবনযাত্রা, যেমন? কম কায়িক পরিশ্রম, অপুষ্টিকর খাদ্য, মোটা হয়ে যাওয়া, উত্তেজনা-উত্কণ্ঠা হৃদেরাগের অন্যতম কারণ।

বাংলাদেশ সময়: ১৩:২২:৪৫   ৩৮৬ বার পঠিত