শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে সৌদি দরজা

Home Page » প্রথমপাতা » বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে সৌদি দরজা
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৩



is1.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সৌদি আরবের একটি মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ব্যাপারে কড়াকড়ি তুলে নেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছে আরব নিউজ।পত্রিকাটির অনলাইন সংস্করণে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে ধাপে ধাপে আবার কর্মী নেয়া শুরু করতে চায় সৌদি আরব সরকার। এর প্রথম ধাপে গৃহকর্মী ও গাড়ি চালক নিতে আগ্রহী তারা।

মন্ত্রিসভা কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিয়াদে বাংলাদেশের শ্রম বিষয়ক কনসাল মোকাম্মেল হোসেন আরব নিউজকে বলেন, “আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

বর্তমানে সৌদি আরবে অন্তত সাড়ে ১২ লাখ বৈধ বাংলাদেশি শ্রমিক রয়েছেন, যাদের অধিকাংশই আধা দক্ষ বা অদক্ষ। দক্ষ শ্রমিকেদের ক্ষেত্রে সৌদি আরব সম্প্রতি আকামা পরিবর্তনের বিধিনিষেধ শিথিল করেছে।

বাংলাদেশে ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিংয়ের (বিএমইটি) হিসাবে অনুযায়ী, এক সময় সৌদি সরকার বাংলাদেশ থেকে বছরে প্রায় দেড় লাখ শ্রমিক নিত। কিন্তু ২০০৮ সালে কড়াকড়ি আরোপের পর ২০০৯-২০১২ সময়ে সৌদি আরবে গেছেন মাত্র ৪৫ হাজার ৯৬১ জন বাংলাদেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশ থেকে বেশি সংখ্যায় কর্মী নেয়ার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজ লিখেছে, পরিচ্ছন্নতা ও সেবা খাতের জন্য বাংলাদেশ থেকে কম খরচে দক্ষ কর্মী পাওয়া সম্ভব বলে মনে করছেন সৌদি কর্মকর্তারা।

এছাড়া সৌদি ম্যানপাওয়ার সার্ভিস কোম্পানি ঘণ্টা বা সাপ্তাহিক ভিত্তিতে অফিস বা বাসাবাড়িতে গৃহকর্মী সরবরাহের একটি সেবা চালু করতে যাচ্ছে, যাতে বাংলাদেশিদেরও কাজের সুযোগ হতে পারে।

এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ফিলিপাইন, নেপাল, কম্বোডিয়া ও ভিয়েতনাম থেকে ছয় হাজার কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১১:২১:৩২   ৪১০ বার পঠিত