শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৩

আকাশের চিঠি’; ছয় - রোকসানা লেইস

Home Page » সাহিত্য » আকাশের চিঠি’; ছয় - রোকসানা লেইস
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৩



970360_10151715722022754_1001995951_n3.jpg১৮ সেপ্টেম্বর ০৯

নীল,আর কতকাল লুকিয়ে থাকবে বলো? আমি তোমার এই নিরুদ্দেশ হওয়ার কোন হদিস করতে পারছি না। যদি কোন অপরাধ হয়ে থকে তাহলে জানাতে হবে তাকে। এই জানার অধিকার প্রতিটি মানুষ রাখে।

যে আমি দেবীর আসনে আসিন ছিলাম তোমার কাছে তাকে এভাবে ভুলে আছো …ভাবতে বড় অবাক লাগে। তোমরা পুরুষরা এমনই বুঝি?

ভালোবাসার জন্য কাতর ..ভুলে যাওয়ার জন্যও সময় লাগেনা। রাতের আকাশের জোনাকি তারা আমাকে মনে করিয়ে দেয় তোমার স্মৃতি অগনিত।

ঠিক ঐ তারার মতন উজ্জ্বল, আমি তারাদের সাথে বসে ভাবি কত যত্ন, কত অস্থিরতা আর ভালোবাসায় পাগল ছিলে তুমি, একবেলার অদর্শনে পাগল হয়ে উঠতে। সকল পাওয়া কি তোমার ফুরিয়ে গেছে? কথা দিয়েছিলে মরণের আগে বিচ্ছিন্ন হবে না, ভুলে গেছো একেবারে?

জানো এখন দুপুর রাত আমি বসে আছি শীর্ণ পাহাড়ি নদীর তীরে, একা বনভূমির অন্ধকারে অসংখ্য বৃক্ষরাজীর বেষ্টনীতে। সরসর শব্দ উঠে এক মধুর ঝংকারে। ঝরা পাতার হাওয়ায় উড়ে যাওয়া আর স্রোতস্বনীর বয়ে যাওয়া দারুণ রাগিনী । দু চারটা জন্তু হাঁটে মনে হয় আশেপাশে, আমার ভয় লাগেনা। আমি তোমার হাত জড়িয়ে বসে থাকি যেন, বড় আরামে আমি ঘুমিয়ে পরি ঘাসের গালীচায়। আমার ঘর আমার পরিপাটি বিছানা আমাকে শুধু কাঁদায়, যন্ত্রনার কাটা ফোঁটায়।

বাংলাদেশ সময়: ৩:৫৭:২৩   ৪৮৩ বার পঠিত