বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩

শেখ হাসিনা মালালাকে মাতৃস্নেহের আলিঙ্গনে জড়ালেন

Home Page » জাতীয় » শেখ হাসিনা মালালাকে মাতৃস্নেহের আলিঙ্গনে জড়ালেন
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩



images-8.jpgবঙ্গ-নিউজ ডটকম: মালালাকে মায়ের আলিঙ্গনে জড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কপালে এঁকে দিলেন সাহসী চুম্বন। বুধবার জাতিসংঘ সদর দফতরে ইকোসক চেম্বারে এই আবেগঘন দৃশ্য দেখছিলেন বিশ্বনেতারা। লাইভ টেলিকাস্টে তা হয়তো দেখেছেন কোটি বিশ্ববাসী। এর আগেই মালালাকে মেয়েদের অধিকার আর শিক্ষার ক্ষেত্রে বিশ্বের সাহসী কণ্ঠস্বর বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনাকে তার অনুপ্রেরণা বলে উল্লেখ করেন মালালা ইউসুফ জাই।গ্লোবাল এডুকেশন ইনিশিয়েটিভ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে মালালার সাহসী বক্তব্য বিশ্ব নেতাদের মন জয় করে নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দারুণভাবে আলোড়িত হন ছোট্ট মেয়েটির বিশ্বমানের বক্তৃতায়। একই সঙ্গে প্রয়োজনীয় দুটি অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরটি এমডিজি অর্জনের ওপর একটি ফলোআপ আলোচনা। ইকোসক থেকে কর্মসূচির এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে উঠে যেতে হয় কনফারেন্স রুম-২ এর উদ্দেশে। উঠে যাওয়ার সময় তিনি প্রথমেই এগিয়ে যান মালালার সিটের দিকে। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মায়ের মত আলিঙ্গন করে কপাল চুম্বন করে আশীর্বাদ করেন। প্রধানমন্ত্রীর সাথে প্যানেল আলোচনায় পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই তার বক্তব্যে বিশ্ব শক্তিকে সমরাস্ত্র পাঠানোর পরিবর্তে বই, ট্যাঙ্কের বদলে কলম এবং সৈন্য পাঠানোর পরিবর্তে শিক্ষক পাঠানোর আহবান জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালালাকে উদ্দেশ্য করে বলেন, তোমার কন্ঠে আমার কথাই প্রতিধ্বনিত হয়েছে। তিনি মালালাকে মেয়েদের অধিকার ও শিক্ষার ক্ষেত্রে বিশ্বের ‘সাহসী কন্ঠ’ হিসেবে অবিহিত করেন।মালালাও তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপ্রেরনাকারীদের একজন হিসেবে উল্লেখ করেন। মালালা বর্তমানে সিরিয়া ,আফগানিস্তান ,পাকিস্তান ,নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে শিশু ও নারীরা অধিকার বঞ্চিত উল্লেখ করে বলে বিশ্বের সকল দেশের শিশুদের শিক্ষা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসারও আহবান জানায়।

বাংলাদেশ সময়: ১৪:২৭:২১   ৪৩৩ বার পঠিত