বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩

শিবিরের হরতালের প্রভাব নেই বান্দরবানে

Home Page » প্রথমপাতা » শিবিরের হরতালের প্রভাব নেই বান্দরবানে
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩



images-2.jpgবঙ্গ-নিউজ ডটকম : দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের ডাকা বৃহস্পতিবারের হরতালে বান্দরবানে কোনো প্রভাব নেই। উল্লেখ্য, সোমবার গভীররাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর চন্দনপুরায় দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করে। এর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতাল চলাকালে সকালে বান্দরবান থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ খোলা রয়েছে। সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের বিভিন্ন পয়েন্টে নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০২:০৭   ৪১২ বার পঠিত