বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩
দুই বিচারপতিকে বিরত রাখতে সাঈদীর আবেদন খারিজ
Home Page » জাতীয় » দুই বিচারপতিকে বিরত রাখতে সাঈদীর আবেদন খারিজবঙ্গ-নিউজ ডটকম : দুই বিচারপতিকে তার আপিল মামলার বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির জন্য গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বেঞ্চের দুই বিচারপতির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে বিচারকার্য থেকে তাদের বিরত রাখার আবেদনটি করেন সাঈদীর আইনজীবী শিশির মোহাম্মদ মুনীর। বেঞ্চের যে বিচারপতির বিরুদ্ধে সাঈদী অনাস্থা জানান, তারা হলেন- বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হচ্ছেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সাঈদী অনাস্থা জ্ঞাপন করায় বাকি দুই বিচারপতি আবেদনের শুনানিতে অংশ নেননি। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাও একই আবেদন করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট ওই আবেদনটি খারিজ করে দেন। আবেদনে বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে আপিল বিভাগে নিয়ে আসার প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়। আর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলাও ট্রাইব্যুনাল-১ বিচারাধীন ছিলো।অপরদিকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রত্যাহারের আবেদনের বিষয়ে বলা হয়, ২০১০ ও ২০১১ সালে লন্ডনে আওয়ামী লীগ ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে কথা বলেছেন তিনি।
আবেদনে দেলাওয়ার হোসাইন সাঈদী আশঙ্কা প্রকাশ করেন যে, তার মামলায় ওই দুই বিচারপতির অংশগ্রহণ ন্যায়বিচার ব্যাহত করবে। তাই বিচারকার্য থেকে ওই দুই বিচারপতিকে বিরত রাখার জন্য আবেদনটি করা হয় বলে জানান শিশির মুনীর।
প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল শুনানি মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫২:৩০ ৩৮৫ বার পঠিত