বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩
আশাশুনিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
Home Page » সংবাদ শিরোনাম » আশাশুনিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১বঙ্গ-নিউজ ডটকম : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় দু’পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীউলা এলাকার চৌধুরী বাড়ির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম সরদারের বাড়ি শ্রীউলা গ্রামে।শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বুধবার সাতক্ষীরা আদালত চত্বরে শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহম্মদ ও মেম্বার বিএনপি নেতা শহীদুল ইসলাম ভুট্টোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সাতক্ষীরা আদালত থেকে নুর মোহাম্মদ গ্রুপের সদস্য আল মুজাহিদকে অস্ত্রসহ আটক করে পুলিশ। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নুর মোহাম্মদের সমর্থকরা ভুট্টোর সমর্থক আব্দুল হাকিমকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে আরও ১০ জন আহত হন। সকাল ১১টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গনিউজকে বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১১:৪৮:৪৪ ৩৮০ বার পঠিত