বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩
রাবি শিবিরের সাধারণ সম্পাদকসহ ৮ নেতাকর্মী আটক
Home Page » বিবিধ » রাবি শিবিরের সাধারণ সম্পাদকসহ ৮ নেতাকর্মী আটকরাবি সংবাদদাতা :- ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহইয়াসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর শিবির পরিচালিত কোচিং সেন্টার কনটেস্ট থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে র্যাবের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বর্তমানে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দুুপুর ১২টার দিকে র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে।
এদিকে রাবি শিবিরের প্রচার সম্পাদক মহাসিন আলম বলেন, আটককৃতদের মধ্যে রাবি শাখার সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহইয়াসহসহ ৮জন নেতাকর্মী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:৪৬:৫৫ ৪৩১ বার পঠিত