বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩
রামপুরায় শিবিরের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ
Home Page » সংবাদ শিরোনাম » রামপুরায় শিবিরের বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণবঙ্গ-নিউজ ডটকম : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে শিবির। এ সময় যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামপুরা টিভি সেন্টারের গলি থেকে শিবিরের ৪০-৫০ জন নেতা-কর্মী একটি মিছিল বের করে।এক পর্যায়ে বাড্ডা-রামপুরা মূল সড়কে এসে যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায় তারা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে ঢাকা মহানগর শিবির (উত্তর) সভাপতি রাকিব মাহমুদ, সেক্রেটারি পারভেজ অংশ নেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়। প্রসঙ্গত, মুত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি কাদের মোল্লাসহ জামায়াত ও ১৮ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর জামায়াত এই বিক্ষোভ মিছিল করেছে।এর আগে সোমবার রাজধানী নিউমার্কেট এলাকায় একইভাবে মিছিল করতে গিয়ে পুলিশের উপর চড়াও হয় তারা। এছাড়া রাজশাহী ও সিলেটেও কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করে জামায়াত শিবির কর্মীরা।
বাংলাদেশ সময়: ১১:৩৫:২৫ ৪২৮ বার পঠিত