বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩
চীনের সঙ্গে সুদৃঢ় বন্ধন চান প্রধানমন্ত্রী
Home Page » অর্থ ও বানিজ্য » চীনের সঙ্গে সুদৃঢ় বন্ধন চান প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ ডটকম:জাতিসংঘের ৬৮তম সাধারণ সভা উপলক্ষে নিউ ইয়র্ক সফররত প্রধানমন্ত্রী মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন।ওই বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।
বৈঠকে ওয়াং ই বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুহৃদ প্রতিবেশীর ভূমিকা রেখে আসছে।
তাইওয়ান, শিনঝিয়াং ও তিব্বত অঞ্চল নিয়ে চীনের জাতীয় স্বার্থের প্রতি বাংলাদেশের সমর্থনেরও প্রশংসা করেন তিনি।
দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে চীন, ভারত, বাংলাদেশ ও মিয়ানমারকে যুক্ত করে অর্থনৈতিক করিডরের দ্রুত সমাপ্তিও আশা করে চীন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এক চীন নীতি ও দুই দেশের বন্ধুত্বের সম্পর্কে সবসময় গুরুত্ব দেয়।
গত বছর বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ৮০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা এর আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
এছাড়া গত জুনে চীন অগ্রাধিকারভিত্তিক বাণিজ্যের পদক্ষেপের নেয়ার কথা জানিয়েছে, যাতে ৯৫ শতাংশ বাংলাদেশি পণ্য অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া দুই দেশের বাণিজ্যিক ঘাটতি কমানোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানায় দেশটি।
মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শুক্রবার বিশ্ব নেতাদের উদ্দেশে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
এর আগে দারিদ্র্য বিমোচনের স্বীকৃতি হিসেবে গত সোমবার সরকারের পক্ষে সাউথ সাউথ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০:১৮:১৯ ৪৫৭ বার পঠিত