বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৩
শনিবার থেকে জাবি শিক্ষকদের পুনরায় কর্মবিরতির ঘোষণা
Home Page » শিক্ষাঙ্গন » শনিবার থেকে জাবি শিক্ষকদের পুনরায় কর্মবিরতির ঘোষণাবঙ্গ-নিউজ ডটকমঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আগামী শনিবার থেকে সর্বাত্মক কর্মবিরতির নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলরত সাধারণ শিক্ষক ফোরাম।
বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সাধারণ শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক কামরুল আহসান এই কর্মসূচি ঘোষণা করেন।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ১ অক্টোবর কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহিবুর রহমানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালায়। এই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় ছিল ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আমরা এই তদন্তের শিরোনামের ব্যাপারে রীতিমত বিস্মিত হয়েছিলাম। তদন্ত কমিটি আমাদের কাছ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছিল এবং আমরা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত করেছিলাম। সেই নির্দিষ্ট সময়ের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার।’
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মুহিবুর রহমান বলেন, ‘আমরা আগামী রোববার পর্যন্ত তদন্তের প্রতিবেদন প্রকাশ করার সময় নিয়েছি এবং ওইদিনই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১২টি অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে দীর্ঘ তিন মাস ধরে আন্দোলন করছে বিএনপি ও আওয়ামীপন্থী শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ০:১৫:৪০ ৫০৫ বার পঠিত