বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৩

রাজধানীতে হেফাজতের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ

Home Page » সংবাদ শিরোনাম » রাজধানীতে হেফাজতের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৩



rrrr1thumbnail.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর বায়তুল মোকররম মসজিদের দক্ষিণ গেটে জমায়েতরত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। তবে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, হেফাজতের ওপর লাঠিচার্জের কোনো ঘটনা ঘটেনি।
হেফাজতের নেতাকর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়ার জন্য সকালে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জমা হন হেফাজতের শতাধিক নেতাকর্মী। পরে তারা স্মারকলিপি দেয়ার উদ্দেশে রওনা দিতে চাইলে পুলিশ হেফাজতের নেতাকর্মীদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। পরে ধাওয়ার মুখে তারা গুলিস্তান গোলাপশাহ মাজারের কাছে জমায়েত হলে সেখানেও ধাওয়া দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:২৬   ৪২৮ বার পঠিত