মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৩
চা বাগান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
Home Page » এক্সক্লুসিভ » চা বাগান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েদেশে প্রথম বারের মতো কোনো বিশ্ববিদ্যালয়ে চা বাগান হতে যাচ্ছে। শিক্ষা-গবেষণায় সহায়তা এবং এ অঞ্চলের মাটির উপযোগিতা নির্ণয়ের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নত জাতের বিটি-২ কোলন চায়ের ২৫০টি চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ টি বোর্ড অনুমোদিত সবুজ এই চায়ের নাম দেয়া হয়েছে ‘জাহাঙ্গীরনগর চা’।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দক্ষিণ পাশে এ চা বাগান গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ-বৈচিত্র্য ও পরিবেশ প্রকৃতিতে নতুন মাত্রা যুক্ত হলো।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীরা গবেষণা কাজে এই বাগানের সহায়তা নিতে পারবেন সহজেই, সিলেট অঞ্চলে যাওয়ার প্রয়োজন হবে না।”
তিনি আরো বলেন, “এই বাগান ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে অবদান রাখবে। ভবিষ্যতে এ বাগানের পরিধি আরও বাড়ানো হবে।“
চা চাষের জন্য উপযোগী প্রমাণিত হলে বাংলাদেশের এ অঞ্চলে সবুজ চা ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উপাচার্য গতকাল সোমবার বেলা ১২টায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন উঁচু মাটিতে ‘জাহাঙ্গীরনগর চা’ এর চারা রোপণ করেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৩৪:৫৭ ৫৭৮ বার পঠিত