মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৩

ছাত্রদলের মিছিল থেকে বাসে আগুন

Home Page » প্রথমপাতা » ছাত্রদলের মিছিল থেকে বাসে আগুন
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৩



bus-fire-bg20130924000730.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল নেতা-কর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরিফার্ম বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এসময় উত্তেজিত নেতা-কর্মীরা তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ও তাতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে আধঘণ্টা পর সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে থানা পুলিশ গাড়টি নিয়ে যায়।

এদিকে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

এব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বঙ্গ-নিউজকে জানান, সম্প্রতি তথ্যমন্ত্রীর বাসায় বোমা হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চার্জশিট প্রদান করেছে সরকার।

অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৩০:৩০   ৪৮৪ বার পঠিত