সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৩
ফিফার সভায় উঠছে কাতার বিশ্বকাপ
Home Page » খেলা » ফিফার সভায় উঠছে কাতার বিশ্বকাপবঙ্গ-নিউজ ডটকমঃ কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নেয়াটা ‘ভুল’ ছিল বলে সম্প্রতি স্বীকার করেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গ্রীষ্মে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচণ্ড তাপমাত্রার জন্য বিশ্বকাপের সময়টা শীতকালে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।
আগামী ৩ ও ৪ অক্টোবর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির সভায় কাতার বিশ্বকাপের সময়সূচির পরিবর্তনে ব্লাটারের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সোমবার সভার আলোচ্যসূচি প্রকাশ করা হয় যাতে ‘কাতারে ফিফা বিশ্বকাপের সময়সূচি’ স্থান পেয়েছে।
গ্রীষ্মে কাতারের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে বলে সে সময় বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানিয়েছে অনেক দেশ। কাতার অবশ্য গত শুক্রবারও জোর দিয়ে জানিয়েছে,
পরিবেশ-বান্ধব প্রযুক্তিতে স্টেডিয়ামগুলো শীতল করে বিশ্বকাপ আয়োজনে তারা সক্ষম। তবে বছরের যে কোনো সময় বিশ্বকাপ আয়োজনেও কাতার প্রস্তুত আছে বলে দেশটির আয়োজকরা জানিয়েছেন।
শীতে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপীয় লিগগুলোর সমস্যা হয় বলে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়। তবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ইতোমধ্যে জুন-জুলাই থেকে সরিয়ে শীতের সময় টুর্নামেন্টটি আয়োজনের পক্ষে মত দিয়েছে। তবে ৫৪ সদস্যের উয়েফার বেশিরভাগ সদস্য দেশ মনে মনে করে, নভেম্বর ও ডিসেম্বরে না পিছিয়ে বিশ্বকাপ এগিয়ে জানুয়ারিতে করাটা ভালো হবে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের উপর কোনো প্রভাব পড়বে না।
২০১০ সালে ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে কাতার বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার সুযোগ পায়।
বাংলাদেশ সময়: ২১:২৭:৫৭ ৪৪০ বার পঠিত