সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৩

দুদকে ভুয়া নারী কর্মকর্তা !

Home Page » প্রথমপাতা » দুদকে ভুয়া নারী কর্মকর্তা !
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৩



dudok2.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে পাপিয়া আক্তার (৪৫) নামে এক ভুয়া নারী কর্মকর্তাকে আটক করা হয়েছে দুদকের উপ পরিচালক জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে সোমবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়

দুদক সূত্রে জানা যায়, নারী দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন জায়গায় দুদকের ঊর্দ্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন বেশ কিছুদিন ধরে তিনি উত্তরার মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৩লক্ষ টাকা চাঁদাও দাবি করছেন চাঁদা না দিলে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোটিশ পাঠানোসহ বিটিভিতে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে বলেও ভয় দেখানো হয়

নারী একটি শক্তিশালী প্রতারক চক্রের সঙ্গে যুক্ত বলেও জানা গেছে তার বাসা মোহাম্মদপুরে তার স্বামী একজন ব্যবসায়ী বলেও জানান আটককৃত নারী

তবে নারী নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন, ‘আমি একটি তদবিরের জন্য দুদকে এসেছিলাম নিজেকে কখনও দুদক কর্মকর্তা বা কারও কাছ থেকে চাঁদাও দাবি করিনি

এদিকে ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ‘কেবল নারী নয়, তার সঙ্গে মতিয়ার রহমান নামেও একজন আছেন যিনি নিজেকে বিটিভির সিনিয়র রিপোর্টার (অনুষ্ঠান) বলে দাবি করেছেন অথচ বিটিভিতে একাধিকবার যোগাযোগ করেও নামে কোনো রিপোর্টারের সন্ধান আমরা পাইনি নারী অনেকদিন ধরে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন চাঁদা না দিলে দুদকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ারও ভয় দেখান তিনি

দুদকের এক কর্মকর্তা জানান, নারী একজন প্রতারক বলে আমাদের কাছে মনে হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে এমনটি ধারণা করা হচ্ছে আমরা তাকে রমনা থানায় হস্তান্তর করেছি

বাংলাদেশ সময়: ১৮:১২:৪৫   ৪৫১ বার পঠিত