সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৩

২৪ অক্টোবরের পর নির্বাচনের তফসিল ঘোষণা

Home Page » প্রথমপাতা » ২৪ অক্টোবরের পর নির্বাচনের তফসিল ঘোষণা
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৩



bangladesh_election_commission_logo.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

আগামী নির্বাচনের অপেক্ষার প্রহর গুনছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবরের পর সংবিধান অনুযায়ী যে কোন দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে কোন্ পদ্ধতির সরকারের অধীনে নির্বাচন হবে এটি নিশ্চিত না হওয়ায় কমিশন কিছুটা দ্বিধায় রয়েছে। তারা নির্বাচনের জন্য এখনও প্রধান দু রাজনৈতিক দলের দিকে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত যদি দু দলের মধ্যে কোন প্রকার সমঝোতা না হয় তাহলে ইসির সামনে একমাত্র পথ রয়েছে সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের অধীনে নির্বাচন হলেও সবার জন্য সমান পরিবেশ তৈরির চেষ্টা কমিশনের পক্ষ থেকে করা হবে। কারণ কমিশনের কাজ হলো সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা। এক্ষেত্রে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচনে কোন প্রভাব পড়বে না। সংবিধান অনুযায়ী আগামী ২৪ অক্টোবরের পর যে কোনদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী ২৪ জানুয়ায়ির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। জানা গেছে, এ ডেডলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে এরই মধ্যে রাজনৈতিক কোন সমঝোতা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও তারা নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য পরিচালনায় প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য যা যা করা প্রয়োজন কমিশনের পক্ষ থেকে সে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আচরণবিধিতে সংশোধন আনা হতে পারে। অন্যান্য দেশের রেফারেন্সও এক্ষেত্রে কাজে লাগানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্বের অনেক দেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের নজির রয়েছে। ভারতেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। প্রয়োজনে ভারতে যেভাবে নির্বাচন পরিচালনা করা হয় তার আলোকে এখানেও নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে। কারণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই কমিশনের একমাত্র লক্ষ্য। নির্বাচন নিয়ে কে কোথায় কি বলল তা কমিশনের দেখার বিষয় নয়। কমিশনের কাজ হলো গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সবার কাছে নিরপেক্ষতার প্রমাণ দেয়া।

বাংলাদেশ সময়: ১:০৩:২৩   ৩৭৫ বার পঠিত