রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩

যানজট কমাতে হেঁটে চলার আহ্বান

Home Page » জাতীয় » যানজট কমাতে হেঁটে চলার আহ্বান
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩



eco-bg20130922092155.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রাইভেট কারে মাত্র ৩.৮ শতাংশ মানুষ চলাচল করলেও রাজধানীর সড়কপথের প্রায় ৭০ভাগ স্থান দখল করে রাখছে এগুলো। অথচ ৯৬.২ শতাংশ মানুষ বাস, রিকশা, সাইকেল ও হেঁটে যাতায়াত করলেও তারা মাত্র ৩০ ভাগ সড়ক ব্যবহারের সুবিধা পাচ্ছেন, যা যাতায়াতের ক্ষেত্রে ভারসাম্য নষ্ট করছে। এ বাস্তবতাকে সামনে রেখে রাজধানীর যানজট কমাতে স্বল্প দূরত্বের পথ চলতে নাগরিকদের হাঁটার আহবান জানিয়েছে বেসরকারি সংস্থা ‘ইকো সোসাইটি’ ও ‘ডাব্লিউবিবি ট্রাস্ট’।
রোববার ‘বিশ্ব কার মুক্ত দিবস’ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডি স্কলাসটিকা স্কুলের সামনে লিফলেট ক্যাম্পেইন ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কম দূরত্বে পায়ে হেঁটে পথ চলার আহবান জানায় সংগঠন দু’টি। যানজট হ্রাসে প্রাইভেট কার নয়, হেঁটে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়ার অভ্যাস গড়ে তোলা, স্বাচ্ছন্দ্যে হাঁটার পরিবেশ তৈরি এবং পাবলিক পরিবহনের মানোন্নয়নের দাবি জানিয়েছে সংগঠন দু’টি। 

আয়োজক প্রতিষ্ঠান দু’টি তাদের ক্যাম্পেইনে তুলে ধরে- ২টি প্রাইভেট কার একটি বাসের সমান জায়গা নেয় এবং প্রায়শই দেখা যায় একটি প্রাইভেট গাড়িতে একজন যাত্রী চলাচল করে এমনকি খালিও থাকে, অথচ একটি বাস রুটের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ২০০ যাত্রী বহন করে। প্রাইভেট কার শুধুমাত্র চলাচলের জন্য বেশি জায়গাই নেয় না বরং পার্কিংয়ের জন্য ১৬০ বর্গফুট জায়গা নেয় এবং ৯০ ভাগ সময় থাকে পার্কিং অবস্থায়। এজন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণের পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। ইকো সোসাইটি প্রধান নির্বাহী শেখ আরিফ আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রাস্ট এর  আতিকুর রহমান, ইকো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার আনুতোষ চ্যাটার্জী, স্বেচ্ছাসেবক সদস্য মো. কামরুল হাসান, মো. মাহবুবুর রহমান, শিবলী মাহমুদ সৌখিন, নুরুদ্দিন ভূঁইয়া, মিয়া মোহাম্মদ শামসুল হক শাকিল, মো. আল-আমিন, মেহেদী হাসান মিন্টু, মো. অপু আহম্মেদ ও আরিফুল ইসলাম সাগর প্রমুখ। উল্লেখ্য, জ্বালানি সমস্যা থেকে উত্তরণের জন্য ১৯৭৩ সাল থেকে বিশ্বে কারমুক্ত দিবস পালিত হয়ে আসছে। এ বছর চার হাজারের উপর বিভিন্ন শহরে দিবসটি একযোগে পালিত হচ্ছে। বাংলাদেশেও ২০০৬ সাল থেকে পরিবেশবাদী সংগঠনসমূহ দিবসটি পালন করে আসছে। 

বাংলাদেশ সময়: ২২:২২:২০   ৪০৫ বার পঠিত