রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩
রণবীর - দীপিকার বিরুদ্ধে মামলার নির্দেশ
Home Page » বিনোদন » রণবীর - দীপিকার বিরুদ্ধে মামলার নির্দেশবঙ্গ-নিউজ ডটকম :বলিউড তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়-কোনের বিরুদ্ধে মামলা দায়েরে পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। ‘রামলীলা’ ছবিতে তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনা হয়েছে।এ ছাড়া মামলা করতে বলা হয়েছে ছবিটির পরিচালক সঞ্চয় লীলা বানসালীর বিরুদ্ধেও। সম্প্রতি অ্যাডভোকেট পাওয়ান শর্মা জয়পুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বলা হয়, সিনেমাটিতে ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে। ছবিটি ১৫ নভেম্বর মুক্তির দেওয়ার কথা রয়েছে।
শর্মা জানান, আদালত অভিযোগটি আমলে নিয়েছেন এবং পুলিশকে একটি এফআইআর (এজাহার) দায়ের করতে বলা হয়েছে। এছাড়া পুলিশকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বানসালী পরিচালিত এবং রণবীর - দীপিকা অভিনীত ‘রামলীলা’ সিনেমাটি নির্মিত হয়েছে ভারতের গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে এবং শেক্সপিয়রের জনপ্রিয় ট্রাজেডি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে।
বাংলাদেশ সময়: ২০:১১:৩১ ৪০৩ বার পঠিত