রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩
এবার বাংলাদেশকেই খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড
Home Page » ক্রিকেট » এবার বাংলাদেশকেই খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ডবঙ্গ-নিউজ ডটকমঃবাংলাদেশ ২০১৪ টি২০ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে যাচ্ছে । অন্যান্য বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি মূল আসরে খেলার সুযোগ পেলেও, এবার বাংলাদেশকেই খেলতে হবে কোয়ালিফাইং রাউন্ড। যা কিনা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত বলা যায়। যদিও আইসিসি ও বিসিবি একে কোয়ালিফাইং বলতে রাজি নয়।তারা বলছে, এই নতুন ফরম্যাট ২০১৪ টি-টোয়েন্টির বিশ্বকাপের। এটা কোন বাছাই পর্ব নয় বলে সাংবাদিকদের জানান বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এছাড়াও তিনি জানান, বুধবার বিসিবি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে জাতীয় ক্রীড়া পরিষদ-এনএসসি’কে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড।
তিনি আরো বলেন, দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই কোয়ালিফাইং থেকে যে ৬ টা দল আসবে তারা ২০১২ এ দুইটা দল আইসিসি র্যাঙ্কিং এ ৯ এবং ১০ ছিল তারা এদের সঙ্গে জয়েন করে প্রথম রাউন্ড খেলবে। তবে দেশের মাটিতে আসর তারপরও বাংলাদেশকে কোয়ালিফাইং খেলতে হবে এই বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে বাংলাদেশ ক্রিড়া প্রেমীদের|
বাংলাদেশ সময়: ১৮:০২:২১ ৪৮৩ বার পঠিত