রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩

পাঁচ প্রেমিকের এক প্রেমিকা

Home Page » বিনোদন » পাঁচ প্রেমিকের এক প্রেমিকা
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩



mousumi-bg20130922035814.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ একজন প্রেমিকার একজনই প্রেমিক থাকবে। এমনটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক ঘটনাও মাঝে মাঝে ঘটে। আর তেমনই একটি ঘটনা নিয়ে ‘অর্ডার’ নামে একটি টেলিছবি নির্মাণ করলেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই টেলিছবিতে মৌসুমীর পাঁচ প্রেমিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, ডা: এজাজ ও ফারুখ আহমেদকে। সম্প্রতি ঢাকার উত্তরা , ময়নার টেক সহ বিভিন্ন জায়গায় টেলিছবিটির শুটিং হয়েছে। আসছে ঈদে টেলিছবিটি এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। তিনি বঙ্গনিউজকে বলেন ‘এখনই টেলিছবিটির গল্প বলতে চাই না। খুবই মজার একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। দর্শকের ভালো লাগবে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৯   ৪০৪ বার পঠিত