রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৩
গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবঙ্গ-নিউজ ডটকম : পোশাক কারাখানার শ্রমিকেরা ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৬:২০:৩৫ ৪৩৪ বার পঠিত