
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৩
কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব ছিল : ব্লাটার
Home Page » খেলা » কাতারে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব ছিল : ব্লাটারবঙ্গ-নিউজ ডটকম:শেষ পর্যন্ত রাজনৈতিক প্রভাব স্বীকার করলেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। ২০২২সালের বিশ্বকাপ ফুটবল আয়োজক হিসাবে কাতারকে বেছে নেয়ার পিছনে কিছুটা রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের বিষয় ছিল বলে স্বীকার করেছেন বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থার (ফিফা) সভাপতি ব্লাটার। জার্মানির সাপ্তাহিক একটি পত্রিকাকে ব্লাটার বলেন, ‘হ্যাঁ। অবশ্যই সরাসরি রাজনৈতিক প্রভাব সেখানে ছিল।’ ‘ইউরোপীয় নেতৃবৃন্দ তাদের সদস্যদের কাতারের পক্ষে ভোট দিতে সুপারিশ করেছে। বড় কারণ অর্থনৈতিক স্বার্থ।’ ফুটবল বাদে অন্য কোন বিষয় বিবেচনা করে ফুটবলের বিশ্ব নির্বাহী সংস্থাটি কাতারকে বেছে নিয়েছে কিনা প্রশ্নের জবাবে ব্লাটারের এমন স্বীকারোক্তি। ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক হিসাবে আরব রাষ্ট্রটিকে বেছে নেয়ার জন্য ২০১০ সালে ফিফার সিদ্ধান্তে দূর্নীতি হয়েছে বলে এখনো গুঞ্জন চলছে। এ ব্যাপারে ব্লাটার বলেন, ‘কাতারকে বিশ্বকাপ আয়োজক করার ক্ষেত্রে কোন দূর্নীতি হয়েছে কিনা-বিষয়টি পুন তদন্তের জন্য সদ্যই আমরা পুনরায় একটি এথিকস কমিশন গঠন করেছি।’
বাংলাদেশ সময়: ১৮:০২:৫০ ৪৮৮ বার পঠিত