শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৩
আকাশের চিঠি; পাঁচ-রোকসানা লেইস
Home Page » সাহিত্য » আকাশের চিঠি; পাঁচ-রোকসানা লেইসকালরাতে বড় সুখে ঘুমিয়ে পরেছিলাম খোলা আকাশের তলে। ভোরের দিকে শীত শীত করছিল ঘুম ভেঙ্গে গেলো,হারিয়ে গেলো স্মৃতি হারিয়ে গেলো স্বপ্ন আমার সুখ।
একটুখানী স্বপ্ন একটু খানী সুখ, তোমার বুকে মুখ রেখে, তোমার বাহু জড়িয়ে নিবিড় ঘুমে তন্ময় আমি-
তাও স্থায়ী হবে না আমার জীবনে? কেন বলো তো কী অপরাধ আমি করেছি? কেন এই শাস্তি পেতে হচ্ছে আমাকে? যন্ত্রনার কবোন্ধ ধারণ করে জেগে উঠলাম শুকতারার পানে চেয়ে। আর সারাদিন সেই অসহ্য যন্ত্রনার তীব্র দহনে জ্বলেছি।
আমি কিছুই ধারন করতে পারলাম না, যা খেলাম তাই উগড়ে বেড়িয়ে এলো। দিনদিন শরীর এতো খারাপ হয়ে যাচ্ছে। চোখের নীচে কালি শীর্ন শরীর। মনে হয় দু একটা চুলে পাক ধরে গেছে। আগের সেই গোছাও নেই চুলে। সাজ সজ্জার প্রতি আর কোন ভালোবাসা নেই আমার। কোন কিছুর জন্যই নেই। তুমি বিহীন সব অন্ধকার সব শূন্য সব শূন্য……….
বাংলাদেশ সময়: ২১:৩৬:৪২ ৫১২ বার পঠিত