শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৩
কবি কাজী নজরুল ইসলামের নামে পশ্চিমবঙ্গে বিমানবন্দর
Home Page » এক্সক্লুসিভ » কবি কাজী নজরুল ইসলামের নামে পশ্চিমবঙ্গে বিমানবন্দরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে পশ্চিমবঙ্গের অণ্ডালে নতুন একটি বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে অণ্ডালে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করে সংশ্লিষ্ট নির্মাতা প্রতিষ্ঠান।
এর আগে বর্ধমানের চুরুলিয়ায় কবির জন্মস্থানে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হয়। এবার অণ্ডালে কবির নামে দেশের একমাত্র গ্রিন-ফিল্ড বিমাননগরী গড়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরটি তৈরির দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গের বেঙ্গল এরোট্রপলিস। প্রায় ১৩ হাজার কোটি টাকায় এ বিমানবন্দর তৈরি হবে।
গতকাল বিকেলে অণ্ডালে এই উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরটিকে রাজ্যের ‘গোল্ড মাইন’ বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৬ ১৬৪৩ বার পঠিত