শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৩

উদ্ভাবনী প্রকল্প - প্রযুক্তিতে প্রতিভা বিকাশের সুযোগ

Home Page » এক্সক্লুসিভ » উদ্ভাবনী প্রকল্প - প্রযুক্তিতে প্রতিভা বিকাশের সুযোগ
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৩



image_45861_0.jpgবঙ্গ-নিউজ ডটকম: লটারি নয়, উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে লাখপতি হওয়ার সুযোগ মিলবে। জ্ঞানের গভীরতা বিকাশের পাশাপাশি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও প্রকৌশলের সঙ্গে পরিচিতি লাভ করা যাবে। এ অভিজ্ঞতা থেকে কর্মজীবনেও নতুন মাত্রা যোগ করতে পারবেন শিক্ষার্থীরা।
দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে এমন কর্মসূচি ঘোষণা করেছে সেলফোন অপারেটর বাংলালিংক ও চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড। আন্তর্জাতিক ইয়ুথ ক্যাম্প নামে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে ২০১৪ সালের প্রথম দিকে।

বাংলালিংকের গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার প্রথম তিন সিজনের বিজয়ী শিক্ষার্থীরা এসব সুযোগ পাবেন। মোবাইল ইন্টারনেটভিত্তিক অ্যাপ্লিকেশন নির্ভর এই প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশনের সুযোগ আছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। খুব সহজে রেজিস্ট্রেশন করা যাবে ফেসবুকে।

১২ দিনে চীনের বিখ্যাত তিনটি শহর ঘুরে দেখা, বিখ্যাত হুয়াওয়ে প্রতিষ্ঠান পরিদর্শন, প্রযুক্তি বিশেষজ্ঞদের থেকে বিভিন্ন ট্রেনিং ও সার্টিফিকেট নেয়ার সুযোগ হাতের নাগালেই।

গ্র্যান্ডমাস্টার ও ইযুথ ক্যাম্পের প্রজেক্ট ম্যানেজার আংকিত সুরেকা ডটকমকে জানান, এ পর্যন্ত আট হাজারের বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন। পদ্ধতি সহজ হওয়ার কারণে দেশজুড়ে বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আংকিত সুরেকা বলেন, “বাংলালিংক গ্র্যান্ডমাস্টার সিজন-৩ শিরোনামে তৃতীয়বারের এই আয়োজনে নিবন্ধন শুরু হয়েছে গত ২৮ জুন থেকে। শেষ সময় ছিল ৩০ জুলাই। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় ৩০ সেপ্টেম্বর বাড়তি সময় নির্ধারণ করা হয়।”

রেজিস্ট্রেশনের নিয়ম
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের facebook.com/banglalinkmela লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর দুই থেকে পাঁচজন মিলে নিজেদের দল তৈরি করবেন। এরপর তাদের আইডিয়া জমা দিতে পারবেন।

প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে সৃজনশীলতা, ব্যবহার উপযোগী, কৌশলগত সহযোগিতা, বাণিজ্যিক সম্ভাবনা এবং কী পরিমাণ মানুষ উপকৃত হবে তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হবে।
প্রাথমিক আইডিয়া উপস্থাপন পর্যায়ের পর ২০টি দল বাছাই করে পরবর্তী একদিন দলগুলোকে যার যার প্রকল্প উপস্থাপনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।তাদের পুনরায় আইডিয়া জমা দেয়ার পর সেরা পাঁচটি দল নির্বাচিত হবে। চূড়ান্ত পর্যায়ে সেরা তিনটি দলকে নির্বাচন করবেন জ্যুরি প্যানেল।

গ্র্যান্ডমাস্টার চ্যাম্পিয়ন পাবেন দুই লাখ টাকা, প্রথম ও তৃতীয় রানার্স আপ পাবেন যথাক্রমে দেড় লাখ ও এক লাখ টাকা। গ্র্যান্ডমাস্টার সিজন-৩ এর থিম হচ্ছে- ‘মানুষের জীবনমান বদলে মোবাইল অ্যাপ্লিকেশন’।

সম্ভাবনাময় প্রকল্পগুলো বাণিজ্যিক অ্যাপ্লিকেশন হিসেবে পরিচালনা করা হবে।

ইয়ুথ ক্যাম্প
গ্র্যান্ডমাস্টার সিজন-৩ এবং তার আগে অনুষ্ঠিত সিজন-১ ও সিজন-২ এর বিজয়ী ছাত্রছাত্রীদের নিয়ে হবে ইয়ুথ ক্যাম্প। এ কর্মসূচিতে তারা চীনে হুয়াওয়ের প্রতিষ্ঠানের কার্যক্রম পরির্দশন করার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা ১২ দিনের কর্মসূচিতে চীনের বিখ্যাত তিনটি শহর ঘুরে দেখবেন ও হুয়াওয়ের বিষেশজ্ঞদের অধীনে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেবেন।সেখান থেকে সার্টিফিকেটও দেয়া হবে তাদের।

এই কর্মসূচির পেছনে মূল প্রেরণা হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের অনন্য অভিজ্ঞতা দেয়া। এর মাধ্যমে তাদের জ্ঞানের গভীরতা বিকশিত করতে সক্ষম হবে। পাশাপাশি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন প্রযুক্তি ও প্রকৌশলের সঙ্গে পরিচিতি লাভ করবে। একযোগে এ অভিজ্ঞতা থেকে তারা প্রাসঙ্গিক জ্ঞান ও সরাসরি অভিজ্ঞতা গ্রহণ ছাড়াও কর্মজীবনে নতুন মাত্রা যোগ করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রজেক্ট ম্যানেজার আংকিত সুরেকা।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৪৪   ৫১৫ বার পঠিত