বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

শিবিরকর্মীদের পাল্টা আক্রমণ করতে পুলিশকে আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

Home Page » প্রথমপাতা » শিবিরকর্মীদের পাল্টা আক্রমণ করতে পুলিশকে আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩



mk_alamgir.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ

সাতকানিয়ায় এক কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে শিবিরকর্মীদের পাল্টা আক্রমণ করতে পুলিশকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী

সেখানে সাতকানিয়ার ঘটনাটি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এখন থেকে ধরনের কোনো আক্রমণকে পুলিশ বাহিনী স্বাভাবিকভাবে নেবে না। প্রতি আক্রমণ করবে। যারা জড়িত তাদের সাবধান করে দিতে চাই, কেউ রেহাই পাবে না।

হরতালে বুধবার সাতকানিয়ায় শিবিরকর্মীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল ইকবাল। তার আগের দিন এনায়েত বাজারে পুলিশের একটি গাড়ি পোড়ানো হয়

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ডিআইজি নওশের আলী খান, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রামের পুলিশের সুপার কে এম হাফিজ আক্তার, ্যাব- এর অধিনায়ক কমান্ডার এম সাহেদ করিম

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা ধরনের ধ্বংসাত্মক কাজ করে, তারা সমাজের শত্রু, জনগণের শত্রু।

সাতকানিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যারা কাণ্ডগুলো ঘটিয়েছে, যারা উস্কানিদাতা, যারা অর্থদাতা, কাউকে ছাড় দেয়া হবে না।

পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে কি না- এই প্রশ্নের জবাবে চট্টগ্রামে অন্য এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পুলিশ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় চলে। বর্তমানে গণতান্ত্রিক সরকার

স্বৈরতান্ত্রিক সরকারের আমলে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা পুলিশকে সেভাবে ব্যবহার করছি না।

সাতকানিয়ার হামলায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা কাজে বাধাদানের অভিযোগে ৩৬ জনকে আসামি করে একটি মামলা হয়েছে

সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বলেন, পুলিশকে গুলি করা হামলার ঘটনায় বুধবার রাতেই মামলা হয়েছে। জামায়াত-শিবিরের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে

গত মঙ্গলবার যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের চূড়ান্ত রায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে বুধ বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াতে ইসলামী

ওই হরতালের প্রথম দিন সাতকানিয়ার ফুলতলা বাজারে গুলিবিদ্ধ হন কনস্টেবল ইকবাল

মঙ্গলবার রায়ের পর বিক্ষুব্ধ জামায়াতকর্মীরা নগরীর এনায়েত বাজার মোড়ে মিছিল থেকে ভাংচুর চালায়। ওই সময় পুলিশের একটি গাড়ি একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়

ওই ঘটনায় মঙ্গলবার রাতে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ২৮ জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ

বাংলাদেশ সময়: ১৯:১২:২৪   ৪৩২ বার পঠিত