
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩
বগুড়ায় সড়ক অবরোধ, আটক ৫
Home Page » সংবাদ শিরোনাম » বগুড়ায় সড়ক অবরোধ, আটক ৫বগুড়া প্রতিনিধি : বগুড়ার রংপুর-বগুড়া সড়কের চণ্ডীহারায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন হরতালকারীরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।পুলিশের আগমন টের পেয়ে হরতালকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এছাড়া শহরের শেরপুর রোড মফিজ পাগলার মোড়, পিটিআই মোড়, গোহাইল রোড ও উপশহরসহ কয়েকটি স্থানে খণ্ড খণ্ড মিছিল করেন হরতালকারীরা।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শহরের পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, বুধবার রাত সাড়ে ৯টায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল নামক স্থানে পিকেটাররা দাহ্যজাতীয় পদার্থ দিয়ে একটি ট্রাকে ঢিল মারলে তাতে আগুন লেগে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্ট জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় এর প্রতিবাদে জামায়াত টানা ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১১:২১:০৫ ৪৫১ বার পঠিত