বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

ঐশীর বন্ধু জনি গ্রেপ্তার

Home Page » সংবাদ শিরোনাম » ঐশীর বন্ধু জনি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩



বঙ্গ-নিউজ ডটকমঃ বাবা-মা হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার ঐশী রহমানের বন্ধু জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।জনিকে বুধবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করাহয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান  জানিয়েছেন।

পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেয়ে ঐশীর আরেক বন্ধু মিজানুর রহমান রনিকে আগে গ্রেপ্তার করে পুলিশ। রনি এখন কারাগারে রয়েছেন।

গত ১৬ অগাস্ট সন্ধ্যায় ঢাকার চামেলীবাগে নিজেদের ফ্ল্যাটে মাহফুজ ও স্বপ্নার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। দুই সন্তান এবং শিশু গৃহকর্মী খাদিজা খাতুন সুমিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তারা।

পুলিশ বলছে, কিশোরী মেয়ে ঐশী ঘুমের ওষুধ খাইয়ে একাই বাবা-মাকে হত্যা করে। আর এই কাজে সহযোগিতা করে সুমী।

গ্রেপ্তার সুমী বর্তমানে গাজীপুরে কিশোর সংশোধনাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:০৮:৫৯   ৪১১ বার পঠিত