বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৩
শিবিরের ইটে গাড়িচালক নিহত
Home Page » সংবাদ শিরোনাম » শিবিরের ইটে গাড়িচালক নিহতবঙ্গ-নিউজ ডটকমঃ যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ডাকা হরতালে নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে এক গাড়িচালক নিহত হয়েছেন।৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার তালের চারা এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আবু নাসের (৪৫) ফেনীর দাগনভুঁইঞার বেতুয়া গ্রামের প্রয়াত আবু তাহেরের ছেলে।
তিনি অটোরিকশা চালানো শিখছিলেন বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাজিদুর রহমান জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, দেশের অন্য স্থানের মতো সকালে শিবিরকর্মীরা দাগনভূইঞা-বসুরহাট সড়কে পিকেটিংয়ে নামে।
ওসি সাজিদ বলেন, “১০/১২ জন পিকেটার ওই অটোরিকশাকে লক্ষ করে ইট ছোড়ে। এতে আহত নাসেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে
বাংলাদেশ সময়: ১১:০২:১৪ ৪৬১ বার পঠিত