বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৩
প্রেমিকের বাবার সাথে প্রেম!
Home Page » বিনোদন » প্রেমিকের বাবার সাথে প্রেম!বঙ্গ-নিউজ ডটকম:হলিউড তারকাদের জীবনে অদভুত নানা ঘটনা ঘটে থাকে হরহামেশাই। আর সেসব ঘটনা তারকারা নিজেরাই স্বউদ্যোগে ঘটিয়ে থাকেন। যেমনটা সমপ্রতি ঘটিয়েছেন অভিনেত্রী ডেমি মুর। সাবেক প্রেমিক হ্যারি মর্টনের বাবা পিটার মর্টনের (৬৬) সঙ্গে প্রেম করার সংবাদ বের হয়েছে তার নামে। বৃটেনের গ্রেজিয়া সাময়িকী জানায়, এই সপ্তাহেই মোট তিনবার দু’জনকে একসঙ্গে দেখা গেছে। ছয় বছরের দাম্পত্য জীবন শেষে অ্যাস্টন কুচারের সঙ্গে ২০১১ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় ডেমি মুরের। ২০০৫ সালে ৩১ বছর বয়সী অ্যাস্টনকে বিয়ে করেন ৫০ বছর বয়সী ডেমি। এরপর সম্পর্কে জড়িয়েছিলেন ৩১ বছর বয়সী হ্যারি মর্টনের সঙ্গে। ছয় মাসের সম্পর্ক শেষে এ বছরের মে মাসে এ সম্পর্কের অবসান ঘটে। সমপ্রতি আবারও সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রেমিক স্বয়ং হ্যারির বাবা পিটার মর্টন। একটি সূত্র জানায়, এটা অদ্ভুত। কিন্তু হ্যারি অবশ্যই এতে খুশি হবে। ডেমির মেয়েরাও এতে খুশি হয়েছে। কারণ, ডেমি তার চেয়ে বয়সে বড় কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সমপ্রতি বেভারলি হিলের বাসায় আয়োজিত এক পার্টিতে ডেমির মেয়েরা পিটারের সঙ্গে দেখাও করেছে। সূত্রটি আরও জানায়, ডেমি তার প্রেমিক পিটারকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, পিটারের কারণেই হ্যারির প্রতি ডেমির আবেগের অবসান হয়েছে। পিটার ডেমির মতো নয়। কিন্তু ডেমি সত্যিই পিটারকে পছন্দ করে।
বাংলাদেশ সময়: ৩:৩৯:৫৭ ৪৭৩ বার পঠিত