প্রেমিকের বাবার সাথে প্রেম!

Home Page » বিনোদন » প্রেমিকের বাবার সাথে প্রেম!
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৩



demi-moor1.jpgবঙ্গ-নিউজ ডটকম:হলিউড তারকাদের জীবনে অদভুত নানা ঘটনা ঘটে থাকে হরহামেশাই। আর সেসব ঘটনা তারকারা নিজেরাই স্বউদ্যোগে ঘটিয়ে থাকেন। যেমনটা সমপ্রতি ঘটিয়েছেন অভিনেত্রী ডেমি মুর। সাবেক প্রেমিক হ্যারি মর্টনের বাবা পিটার মর্টনের (৬৬) সঙ্গে প্রেম করার সংবাদ বের হয়েছে তার নামে। বৃটেনের গ্রেজিয়া সাময়িকী জানায়, এই সপ্তাহেই মোট তিনবার দু’জনকে একসঙ্গে দেখা গেছে। ছয় বছরের দাম্পত্য জীবন শেষে অ্যাস্টন কুচারের সঙ্গে ২০১১ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় ডেমি মুরের। ২০০৫ সালে ৩১ বছর বয়সী অ্যাস্টনকে বিয়ে করেন ৫০ বছর বয়সী ডেমি। এরপর সম্পর্কে জড়িয়েছিলেন ৩১ বছর বয়সী হ্যারি মর্টনের সঙ্গে। ছয় মাসের সম্পর্ক শেষে এ বছরের মে মাসে এ সম্পর্কের অবসান ঘটে। সমপ্রতি আবারও সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রেমিক স্বয়ং হ্যারির বাবা পিটার মর্টন। একটি সূত্র জানায়, এটা অদ্ভুত। কিন্তু হ্যারি অবশ্যই এতে খুশি হবে। ডেমির মেয়েরাও এতে খুশি হয়েছে। কারণ, ডেমি তার চেয়ে বয়সে বড় কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সমপ্রতি বেভারলি হিলের বাসায় আয়োজিত এক পার্টিতে ডেমির মেয়েরা পিটারের সঙ্গে দেখাও করেছে। সূত্রটি আরও জানায়, ডেমি তার প্রেমিক পিটারকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, পিটারের কারণেই হ্যারির প্রতি ডেমির আবেগের অবসান হয়েছে। পিটার ডেমির মতো নয়। কিন্তু ডেমি সত্যিই পিটারকে পছন্দ করে।

বাংলাদেশ সময়: ৩:৩৯:৫৭   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ