বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৩

শেখ জামাল ও মোহামেডানের জয়,আবাহনীর হার

Home Page » ক্রিকেট » শেখ জামাল ও মোহামেডানের জয়,আবাহনীর হার
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৩



primear_lig_dhaka_photo_17169.jpgবঙ্গ-নিউজ ডটকম:ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল আবাহনী। মঙ্গলবার বগুড়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রাইম দোলেশ্বরের মমিনুল হক এবং রোশান সিলভার জোড়া সেঞ্চুরিতে ৫৮ রানে হেরেছে ধানম-িপাড়ার এই ক্লাবটি। আবাহনীর পরাজয়ের দিনে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানম-ি ক্লাব। ফতুল্লায় মোহামেডানের তিলকারত্নে দিলশানের অলরাউন্ডিং পারফরম্যান্সের কাছে ৫ উইকেটে হেরেছে কলাবাগান ক্রিকেট একাডেমি। আর বিকেএসপিতে শেখ জামাল বৃষ্টি আইনে নাটকীয়ভাবে মাত্র ১ উইকেটে পরাজিত করেছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মমিনুল ও রোশানের ব্যাটে চাপা পড়ে আবাহনী। ৪১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ২৭৬ রান করেন এই দুজন। মমিনুল ১২২ বলে ১২৯ ও রোশান ১২৭ বলে ১৪০ রান করলে দোলেশ্বর ৩২০ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায়। বড় স্কোর তাড়া করতে নেমে ২৬২ রান তুলতেই দম ফুরিয়ে যায় আবাহনীর। মোসাদ্দেক হোসেনের সেঞ্চুরি ও থারাঙ্গা প্যারানাভিতানার ৮১ রান কোনো কাজে আসেনি। বিফলে গেছে টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট পাওয়া ডানহাতি আল-আমিনের লড়াইও। ম্যাচসেরা দোলেশ্বরের রোশান সিলভা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানকে জিতিয়েছেন বোলাররা। মুক্তার আলী (২/১৪), মাশরাফি বিন মর্তুজা (১/৩১), মুরাদ খানের (৩/২৮) গতির পাশাপাশি সাকলাইন সজীব (১/২৭) ও তিলকারত্নে দিলশানের (২/২২) স্পিনে হোঁচট খায় কলাবাগান। ঢাকায় এসে প্রথম ম্যাচে মাঠে নেমেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন জিম্বাবুয়ের ভুসি সিবান্দা (১) ও সিকান্দার রাজা (৮)। নিয়মিত অধিনায়ক নাঈম ইসলাম খেলেননি ইনজুরির কারণে। ভারপ্রাপ্ত অধিনায়ক মার্শাল আইয়ুব করেছেন ২২ রান। টপঅর্ডার ও লোয়ার অর্ডারের বিপর্যয়ের মাঝে মিডল অর্ডারে যা একটু লড়েছেন শরিফ উল্লাহ (৫০ রান)। তাতেও স্কোরটা (১৪০/১০) মোটেও ভালো হয়নি। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মোহামেডান ১ উইকেটে ৩২ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৪ ওভারে ১১৯ রানের নতুন লক্ষ্য দেয়া হয় দলটিকে। ২৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পেঁৗছে যায় মাশরাফির দল। দিলশান ৪৪ ও শামসুর রহমান শুভ ২৮ রান করেন। ম্যাচসেরা দিলশান। বিকেএসপিকে বৃষ্টি বাগড়া দেয় শেখ জামাল-ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ম্যাচেও। উত্তম সরকার (৫৬) ও জিহান রুপাসিংহের (৫০) হাফসেঞ্চুরিতে বোর্ডে ২৪৭ রানের লড়াইয়ের পুঁজি পায় সিসিএস। জবাব দিতে নেমে ২৯ রানে জহুরুল ইসলাম ও ৩০ রানে দিলশান মুনাবীরাকে হারায় শেখ জামাল। জুনায়েদ সিদ্দিক (৪২) ও মুশফিকুর রহিম (৩৬) স্ততি আনার পর মোহাম্মদ শেহজাদের ৮৩ রান জয় এনে দেয় জামালকে। শেখ জামালের ১২৭/৪ স্কোরের সময় বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছু সময়। ৪৭ ওভারে ২৩৯ রানের পরিবর্তিত টার্গেটে এক বল বাকি থাকতে জয় পায় শেখ জামাল।

বাংলাদেশ সময়: ৩:৩২:০৯   ৪৯২ বার পঠিত