বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৩
ম্যাককালামে উড়ে গেলো ফয়সালাবাদ
Home Page » ক্রিকেট » ম্যাককালামে উড়ে গেলো ফয়সালাবাদবঙ্গ-নিউজ ডটকম:টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লীগের মূল আসরে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো পাকিস্তানের চ্যাম্পিয়ন ফয়সালাবাদ উলভস। ওটাগো ভোল্টসের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৬৫ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংসে কোয়ালিফাইং ম্যাচের প্রথম খেলায় গতকাল তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। নিউজিল্যান্ড ঘরোয়া আসরের টানা দশবারের চ্যাম্পিয়ন ওটাগো ভোল্টসের কাছে ব্যাটে-বলে কোন সাইডেই পাত্তা পায়নি পাকিস্তানের দলটি। ফয়সালাবাদের প্রথমে করা ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওটাগো। তবে ফয়সালাবাদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুটা হতাশার হয় ওটাগোর। ইনিংসের দ্বিতীয় বলে দলীয় কোন রান যোগ করেই সামিউল্লাহর বলে ফিরে যান নেইল ব্রোম। তবে ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটজুটিতে হ্যামিশ রাদারফোর্ডকে (২৫) নিয়ে ৪১ ও তৃতীয় জুটিতে ডে বোর্ডারকে (৩০*) নিয়ে ১০১ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ম্যাককালাম ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে করেন ৮৩ রান। এর আগে পাকিস্তানের দলটি নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩৯ রান। সর্বোচ্চ ৩৪ বলে ৪৬ রান আসে দলপতি মিসবাহ-উল-হকের ব্যাট থেকে। এ ছাড়া খুররম শেহজাদ ২৭ ও আসিফ আলী করেন ১৪ রান।
বাংলাদেশ সময়: ৩:২০:৪৫ ৪৮৫ বার পঠিত