সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৩

এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে : খালেদা জিয়া

Home Page » জাতীয় » এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে : খালেদা জিয়া
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৩



khaleda_2679_0_3149.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা যখন যা ইচ্ছা করছে। যখন যা খুশি আইন করছে। তারা দেশজুড়ে অরাজকতা শুরু করেছে। আমরা সরকারে গেলে সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।’

রাজশাহীর মাদ্রাসা মাঠে ১৮ দলের মহা সমাবেশে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা এ কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। জুলুম করা যাবে না। কারণ এগুলো করে নির্বাচনে জেতা যাবে না। রাজশাহীবাসী তা দেখিয়ে দিয়েছে।’

১৮ দলীয় জোট সরকার ক্ষমতায় গেলে দেশ থেকে মাদক নির্মূল করা হবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতায় এসেছে দেশের মানুষের উপকার করার জন্য নয়, লুটপাট করার করার জন্য এবং ক্ষমতা চিরস্থায়ী করার জন্য।

তিনি বলেন, ফেলানীকে যেভাবে মারা হলো তার বিচার পেল না। অথচ সরকার আমাদের মুখ বন্ধ করে রাখতে চায়, সীমান্ত থেকে মানুষকে পাখির মতো ধরে নিয়ে যায়। অথচ সরকার কিছুই করে না।

তিনি আরো বলেন, এভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। তারা দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়। কিন্তু জনসভায় যারা মুক্তিযোদ্ধা আছেন তারা দেশকে কখনো অন্যের হাতে তুলে দেবে না। তাই আপনাদের দেশের চিন্তা করা উচিত। দেশের মানুষের কথা চিন্তা করা উচিত।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪১   ৪০৯ বার পঠিত