সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৩
লালমনিরহাটে ট্রাক ও বাস শ্রমিক সমিতির ধর্মঘট চলছে ।
Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাটে ট্রাক ও বাস শ্রমিক সমিতির ধর্মঘট চলছে ।আবু শামিম, বিশেষ প্রতিনিধি, লালমনিরহাট : বুড়িমারি স্থলবন্দরে চাঁদাবাজিসহ মহাসড়কে নসিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে লালমনিরহাট ট্রাক এবং বাস শ্রমিক সমিতির ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।সোমবার ভোর থেকে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে বাসযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক সমিতির সভাপতি পুলিন চন্দ্র জানান, জেলার বুড়িমারি স্থলবন্দরে স্থানীয় ব্যবসায়ীদের রয়েলিটি নামে রেজিস্টেশন বিহীন সমিতির ব্যানারে ৬০০-৮০০ টাকা করে প্রতি ট্রাক ও বাস থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
এদিকে জেলা প্রশাসক হাবিবুর রহমান এই ধর্মঘটের সমাধান বিষয়ে অচিরেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৩:২৫:০১ ৪২৩ বার পঠিত